ইডেনের মহারণে জিতল ভারত

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ইডেন ছিল পাকিস্তানের পক্ষে। তবে বিশ্বকাপের ইতিহাস ছিল ভারতের পক্ষে। শেষ অবধি ইডেন গার্ডেনের মহারণে জয়ী ভারতই। টি২০ বিশ্বকাপের টানটান উত্তেজনার ম্যাচে ১৯ মার্চ (শনিবার) রাতে চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানকে ৬ উইকেটে পরাজিত করেছে ধোনি শিবির। সেই সঙ্গে বিশ্বকাপের লড়াইয়ে কক্ষপথে ফিরল প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে হারা ভারত।

কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামের পরিসংখ্যান উজ্জীবিত করেছিল পাকিস্তানকে। কারণ এই মাঠে কোনদিনই ভারতের কাছে হারেনি তারা। চার ওয়ানডের সবকটিতেই জিতেছিল পাক শিবির। অন্যদিকে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে হারের রেকর্ড ছিল না ভারতেরও। প্রথমবারের মতো ইডেন গার্ডেনে টি২০ ক্রিকেটের মোকাবেলায় শেষ অবধি শেষ হাসি ধোনি শিবিরেরই।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ১১৮ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে বিরাট কোহলির রেকর্ড ফিফটির উপর ভর করে ১৩ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারত (১৫.৫ ওভার)। ৩৭ বলে ৫৫ রান করে অপরাজিত থাকা বিরাট কোহলি অনুমিতভাবেই জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ