নৌবাহিনীর দেশপ্রেম সাগরের মতো বিশাল : প্রধানমন্ত্রী
মেহ্দী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : বাংলাদেশ নৌবাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌবাহিনীর সদস্যদের দেশপ্রেম সাগরের মতো বিশাল। সমুদ্রের অফুরান জলরাশি কর্মক্ষেত্র হওয়ায় এ বাহিনীর সদস্যদেও দেশপ্রেমের গভীরতাও বেড়েছে।
১৯ মার্চ (শনিবার) দুপুরে চট্রগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ঈসা খাঁ ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সম্প্রতি সংগৃহিত সমুদ্র অভিযান, স্বাধীনতা এবং প্রত্যয় নামের তিনটি যুদ্ধ জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রী তিন জাহাজের অধিনায়কদের হাতে কমিশনিং ফরমান তুলে দেন।
তিনি বলেন, ‘আমাদের মতো উন্নয়নশীল দেশের অর্থনীতিতে সমুদ্র সম্পদের বিরাট ভূমিকা রয়েছে। যা আমাদের কাজে লাগাতে হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনটি নতুন জাহাজ সংযুক্ত হওয়ার ফলে নৌবাহিনী তাদের দায়িত্ব আরো বলিষ্ঠভাবে পালন করতে পারবে বলে আমি বিশ্বাস করি।’
নৌবাহিনীকে আরো যুগোপযোগী করার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নৌবাহিনীকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে চাই। সেজন্য যা যা করণীয় ইনশাল্লাহ আমরা তা করবো। আমরা চাই বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্ন হবে।’