সেগুনবাগিচায় আবাসিক ভবনে আগোরা, মন্ত্রীর নির্দেশ উপেক্ষিত

সাইফুর রহমান, স্টাফ রিপোর্টার, এবিসিনিউজবিডি,
রাজধানীর সেগুনবাগিচায় নিয়ম-নীতি উপেক্ষা করে একটি আবাসিক ভবনে বাণিজ্যিক প্রতিষ্ঠান আগোরা সুপাার শপ তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়র মোশাররফ হোসেন অননুমোদিত এই বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্রুত অপসারণের নির্দেশ দিলেও নির্দেশ বাস্তবায়নে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গরিমসি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, সেগুনবাগিচার ৬/৭-এ, তোপখানা রোডের আলমপনা টাওয়ারের আবাসিক ভবনের দ্বিতীয় তলায় রাজউকের সম্পূর্ণ নিয়ম-নীতি উপেক্ষা করে বাণিজ্যিক প্রতিষ্ঠান আগোরা সুপার শপ তৈরি করা হয়েছে। আবাসিক ভবনে এই আগোরা সুপার শপ তৈরি করায় সেগুনবাগিচার স্থানীয় বাসিন্দারা পরিবেশ বিনষ্ট হওয়ার আশংকায় এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। আলমপনা টাওয়ারের আশ-পাশের বাসিন্দারা বিষয়টি সরকারের শীর্ষ পর্যায়ে জানিয়েও আগোরা বাজার বন্ধে কোন ব্যবস্থা নিতে পারেননি। বিষয়টি নিয়ে তাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ রতন বাণিজ্যিক প্রতিষ্ঠানটিকে সহযোগিতা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত ১৩ মার্চ অননুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানটি দ্রুত অপসারনোর নির্দেশ দিলেও রাজউক উচ্ছেদ কার্যক্রম চালাতে গরিমসি করছে। তবে রাজউকের অথরাইজড অফিসার (নকশা অনুমোদিত শাখা) ফজলুর রহমান (০১৭৩০-০১৩৯২৯) এই প্রতিবেদককে জানান, ‘শিগগিরই সেগুনবাগিচার অননুমোদিত আগোরা সুপাার  শপটি উচ্ছেদ করা হবে। কোন শক্তি রাজউকের উচ্ছেদ অভিযান বন্ধ করতে পারবে না।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ