বাবা-মায়ের কবরের পাশে সমাহিত দিতি

বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি,
ঢাকা : চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে সোমবার বাদ  জোহর নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার দত্তপাড়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে।

এর আগ রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এবং এফডিসিতে নামাজে জানাজা শেষে লাশবাহী গাড়িতে করে বেলা সাড়ে ১২টার দিকে দিতির মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। জোহরের নামাজের আগে তার মরদেহ দত্তপাড়া জামে মসজিদের মাঠে আনা হয়। এখানে  তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন দিতির মামা মাওলানা দেলোয়ার হোসেন। জানাজায় দিতির ছেলে সাফায়েত হোসেন দীপ্ত চৌধুরী, তাঁর বড় ভাই মনির হোসেন, পারভেজ হোসেন, আনোয়ার হোসেনসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে দাদি এবং বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হয় দিতিকে।

পারভীন সুলতানা দিতি গত ২০ মার্চ দীর্ঘ রোগভোগের পর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী ৮৪ সালে নতুন মুখের মধ্য দিয়ে প্রথম চলচ্চিত্রে আগমন করেন। তিনি ১৯৬৫ সালের ৩১ মার্চ সোনরগাঁয়ে জন্মগ্রহন করেন।  মৃত্যুর আগ পর্যন্ত দিতি ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিউরোসার্জারি পরামর্শক সৈয়দ সায়ীদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হওয়ায় গত বছরের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। মাঝে কিছুটা সুস্থ হলে দেশে ফিরিয়ে আনা হয় তাকে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় এ বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে দিতিকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাঁকে ভর্তি করা হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ