শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধ কতদিন?

মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সুন্দরবনের শ্যালা নদীতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিইটিএ)। ২১ মার্চ (সোমবার) বিআইডব্লিইটিএ’র পক্ষ থেকে এ বিষয়ে ঘোষনা দেওয়া হয়। এর একদিন আগে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান নৌযান চলাচল বন্ধে বিআইডব্লিইটিএ’কে নির্দেশনা দেন। তবে নৌপরিবহন মন্ত্রী ও বিআইডব্লিইটিএ’র শ্যালা নদীতে নৌযান চলাচল বন্ধের ঘোষনা কতদিন স্থায়ী হবে, তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়েছে।

২০১৪ সালের ৯ ডিসেম্বর সুন্দরবনের এই নদীতে তেলবাহী একটি ট্যাঙ্কার ডুবে যাওয়ার পরও একই ঘোষনা দিয়েছিলেন নৌপরিবহন মন্ত্রী এবং তার নিয়ন্ত্রনাধীন বিআইডব্লিইটিএ। কিছু দিন অতিবাহিত হওয়ার পর এই নির্দেশনা বা ঘোষনা আর থাকেনি। এ কারনেই জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে, কয়লার জাহাজ ডুবির পর মন্ত্রী এবং বিআইডব্লিইটিএ’র এই ঘোষনা কতদিন স্থায়ী হবে?

বিআইডব্লিইটিএ’র ঘোষনায় সুন্দরবনের শ্যালা নদী দিয়ে চলাচলকারী নৌযানগুলোকে বিকল্প পথ হিসেবে মংলা-ঘোষিয়াখালি নৌপথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ