তিন যোদ্ধা ছাড়াই অষ্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের যুদ্ধ

স্পোর্টস ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : টপ ফর্মে থাকা পেস বোলার তাসকিন আহমেদ, স্পিনার আরাফাত সানী ও ওপেনার তামিম ইকবাল না থাকা দল নিয়ে আষ্ট্রেলিয়ার সঙ্গে বেশ ভালই লড়েছে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপের দলের দ্বিতীয় খেলায় ২১ মার্চ বাংলাদেশ অষ্ট্রেলিয়ার মুখোমুখি হয়। তাসকিন ও সানীকে আইসিসি’র  নিষিদ্ধ করার কারনে বাংলাদেশ ক্রিকেট দল মানসিক চাপে পরে। বিশ্বকাপ চলাকালীন সময়ে এই কঠিন মানসিক চাপ উপেক্ষা করে বাংলাদেশ দল হেরেছে ৩ উইকেটে।

এত সব প্রতিকূলতাকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশ যে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয়। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ৯ বল বাকি থাকতেই এই রান তুলতে সক্ষম হয়।

কিন্তু গত কয়েক দিনের অভিজ্ঞতায় বাংলাদেশ এই ম্যাচের-জয় পরাজয়ের ঊর্ধ্বে যে লড়াইটা করল, সেখানেই চাইলে এক শতে এক শ দিয়ে দিতে পারেন। এমন মানসিক ধাক্কা কাটিয়ে ওঠা সহজ হবে না, খোদ ইয়ান চ্যাপেলও বলেছিলেন।

ব্যাটিংয়ে সবাই মিলে লড়াই করার প্রেরণা বাংলাদেশ বোলিং আর ফিল্ডিংয়ে আরও একটু টেনে নিতে পারলে, কে জানে, ম্যাচের ফল হয়তো অন্যভাবেও লেখা হতো! অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকেই যদি শেন ওয়াটসনের ক্যাচটা নিতে পারত বাংলাদেশ! এ রকমই আরও কিছু যদি-কিন্তুর আক্ষেপ থাকলই শেষ পর্যন্ত। সাকিবের করা এক ১৮তম ওভারেই তো তিনবার আউটের সুযোগ তৈরি করেও বাংলাদেশ পেল এক উইকেট।

আগের দিনই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, দল হিসেবে খেলতে হবে বাংলাদেশকে। লড়তে হবে সবাই মিলে। ব্যাট হাতে অন্তত সেটাই করল বাংলাদেশ। ২৯ বলে ৪৯ রান করে তাতে নেতৃত্ব দিলেন মাহমুদউল্লাহ। তবে সাকিব আল হাসানের ৩৩ , মিঠুনের ২৩, মুশফিকের ১৫, শুভাগতর ১৩, সাব্বিরের ১২ রানের ইনিংসগুলোও ভূমিকা রাখল। ব্যাট করা বাংলাদেশের সাত ব্যাটসম্যান ছয়জনই দুই অঙ্ক ছুঁয়েছেন। কাঁধে কাঁধ মিলিয়েই লড়াই একেই তো বলে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ