ইসলামি প্রতিষ্ঠানের উন্নয়নে পদক্ষেপ নিয়েছি : প্রধানমন্ত্রী

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয় জনগণের স্বার্থের জন্য। কিন্তু বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এই ব্যাংককে ব্যবহার করে নিজেদের স্বার্থে। আর আওয়ামী লীগ সরকার ইসলামি প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

২২ মার্চ (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের পরে বাংলাদেশে ১৯টি ক্যু হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমাদের আওয়ামী লীগ সরকার পুনরায় জাতির পিতার আদর্শে ইসলামকে সমুন্নত করতে সচেষ্ট হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ইসলামের জন্য কাজ করে। ইমাম-মুয়াজ্জিনদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা ছিল না। আমরা তাদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করি। আমরা মুসলমানদের জন্য শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার প্রচলন ঘটিয়েছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা একজন সত্যিকারের মুসলমান ছিলেন। ইসলামের কল্যাণে তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা কার্যক্রম পরিচালনা করেন। তিনি এ দেশের সাধারণ মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করেন।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ