দলীয় প্রতীকে ইউপি নির্বাচন, সহিংসতায় নিহত ১১
মেহ্দী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : প্রথমবারের মতো দলীয় প্রতীকে ৭১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। এতে পিরোজপুর, কক্সবাজার, নেত্রকোনা, সিরাজগঞ্জ ও ঝালকাঠিতে ১১ জন নিহত হয়েছেন বলে প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা গেছে। সংঘর্ষে আহত হয়েছেন সহশ্রাধিক।
নির্বাচন কমিশন অবশ্য দাবি করেছে, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচনে ভোটগ্রহণ অুনষ্ঠিত হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকীবউদ্দিন আহমদও একই কথা বলেছেন।
২২ মার্চ (মঙ্গলবার) সকাল ৮টায় ৭১৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। ভোটের আগে থেকেই ব্যাপক সহিংসতার আশংকায় ভোটার ও প্রার্থীদের মধ্যে বিরাজ করছিল শঙ্কা। নির্বাচনী এলাকায় সহিংসতা ঠেকাতে মাঠে ছিল বিজিবি, র্যাব, পুলিশ, কোস্ট গার্ড ও আনসারসহ এক লাখ ৮০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনী। তাৎক্ষণিক সাজা দিতে সঙ্গে ছিল নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।
প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে নির্বাচনী পরিবেশ। প্রতিপক্ষের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুর, প্রচারে বাধা দেয়াসহ সহিংস ঘটনা বেড়েছে। এসব ঘটনায় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নিতে শুধু নির্দেশনা পাঠিয়ে দায় সেরেছে ইসি। ওই সব ঘটনায় কমিশন সচিবালয় থেকে মনিটরিং ও দায়ীদের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
পিরোজপুর
এবিসিনিউজবিডি’র পিরোজপুর প্রতিনিধি জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে জেলার মঠবাড়িয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মঠবাড়িয়া পৌর মেয়র ফেরদৌস আহমেদ ও পিরোজপুরে পুলিশ সুপার ওয়ালিদ হোসেন এবিসিনিউজবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজ কেন্দ্রে আগে থেকেই নৌকার সিল মারা বেশকিছু ব্যালট বাতিল বলে ঘোষণা করেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। কিন্তু ব্যালট বাতিলে বাধা দেয় নৌকার সমর্থকরা। এ সময় ম্যাজিস্ট্রেট কাজী জিয়াউলকে অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে তাকে উদ্ধার করেন। এ সময় ম্যাজিস্ট্রেটের নির্দেশেই গুলি চালানো হলে ৬ জন নিহত হন। আহত হন আরও অনেকেই।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ফজলু মাতুব্বরের ছেলে সোহেল (২৫), আবদুল মজিদের ছেলে শাহাদাত (৩০) ও সাইদুল মৃধার ছেলে কামরুল মৃধা (২৫)। এরা সবাই নৌকার সমর্থক বলে জানা গেছে।
নেত্রকোনা
এবিসিনিউজবিডি’র নেত্রকোনা প্রতিনিধি জানান, জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় প্রতিপক্ষের গুলিতে নিহত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভাই।
মঙ্গলবার সন্ধ্যায় খালিয়াজুড়ি উপজেলার ৩নং খালিয়াজুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত গোলাম আবু কাওসার ৩নং খালিয়াজুড়ি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম আবু ইসহাকের ভাই। খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন এবিসিনিউজবিডিকে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঝালকাঠি
এবিসিনিউজবিডি’র ঝালকাঠি প্রতিনিধি জানান, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় এক ইউপি সদস্য প্রার্থীর বড় ভাই নিহত হয়েছেন। দুপুর আড়াইটায় সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে কালি আন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ
এবিসিনিউজবিডি’র সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলার ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামে এ সহিংসতার ঘটনা ঘটে।
কক্সবাজার
এবিসিনিউজবিডি’র কক্সবাজার প্রতিনিধি জানান, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গণনার সময় কক্সবাজারের টেকনাফে দুইপক্ষের সংঘর্ষে শফিক ও গফুর নামে ২ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে টেকনাফের শাহপরীরদ্বীপের ৭নং ওয়ার্ড কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখার সময় (রাত ৩টা) নির্বাচন পরবর্তী সহিংসতায় পটুয়াখালী জেলায় ১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।