‘মশাল’ তুমি কার ?

আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : মশাল তুমি কার। দেশের রাজনৈতিক সচেতন মানুষদের মাঝে এ প্রশ্ন উত্থাপিত হচ্ছে। আনুষ্ঠানিক ভাঙনের পর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের দুই অংশই নিজেদের ‘মূল জাসদ’ হিসেবে দাবি করছে। একইসঙ্গে নিবন্ধিত ত্রয়োদশ দলটির নির্বাচনী প্রতীক ‘মশাল’র দাবি নিয়ে নির্বাচন কমিশনে (ইসি) বৃহস্পতিবার হাজির হয়েছিলেন দুই অংশের নেতারা। বিভক্ত সংগঠনের দুই কমিটির নতুন নেতৃত্বের তালিকাও জমা পড়েছে ইসিতে।

গত ২২ মার্চ (মঙ্গলবার) হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন ও শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন দুই কমিটির তালিকা ইসিতে পাঠানো হয়েছে।

এদিকে শুধু দলীয় প্রতীক মশাল নয়, দলের কেন্দ্রীয় কার্যালয়েরও দখল পেতে আইনের আশ্রয় নেয়ার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ থেকে বেরিয়ে যাওয়া অংশের নেতারা।

গত ১২ মার্চ জাসদের জাতীয় কাউন্সিলে সংসদ সদস্য শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়। এই সিদ্ধান্তের বিরোধিতা করে শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বে পৃথক কমিটি ঘোষণা করা হয়। ভাঙনের পর বিভক্ত দুই কমিটিই নিজেদের মূল জাসদ ও মশাল প্রতীকের দাবিদার। এরই প্রেক্ষিতে বিভক্ত দুই কমিটিই ‘মশাল’ প্রতীক নিজেদের দাবি করে ইসিতে চিঠি দিয়েছে।

নিবন্ধন ও প্রতীকের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ এবিসিনিউজবিডিকে বলেন, ‘উভয় পক্ষেরই দাবির বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে। এরপর কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।’

নির্বাচন কমিশনের নিবন্ধন যাছাই-বাছাই কমিটির প্রধান যুগ্ম-সচিব জেসমিন টুলী বলেন, ‘বিষয়টি পর্যালোচনা করে কমিশনের কাছে উপস্থাপন করা হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ