স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর বিনম্র শ্রদ্ধা
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা : আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। পাকিস্তানি শাসকগোষ্ঠীর শাসন-শোষণ ও জুলুম-নির্যাতন থেকে বাঙালি জাতির শৃঙ্খলমুক্তির ঐতিহাসিক দিন। একটি নতুন মানচিত্র ও পতাকা নিয়ে বিশ্ব মানচিত্রে এদিন স্বাধীন ‘বাংলাদেশ’ নামে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা দেওয়ার হয়। সমগ্র জাতি ৪৬তম স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নানা আয়োজনে দিনটি উৎযাপন করছে।
২৬ মার্চ (শনিবার) রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধ বেদিতে যৌথভাবে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বীর শহীদদের প্রতি প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। ভোর ৫টা ৫৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন শেখ হাসিনা।
এরপর একে একে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকারসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের জনগণ শ্রদ্ধা নিবেদন করেন।
এদিকে স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহাসড়কসহ স্মৃতিসৌধ এবং আশপাশের এলাকায় সাদাপোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন রয়েছে সহশ্রাধিক পুলিশ সদস্য।