অবমাননা : দুই মন্ত্রী আদালতে
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা (২৭ মার্চ ২০১৬, শনিবার) : মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার রায় ও প্রধান বিচারপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের ব্যাখ্যা দিতে ফের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে হাজির হয়েছেন দুই মন্ত্রী।
রোববার সকাল ৮টা ৪০ মিনিটে আদালত প্রাঙ্গণে হাজির হন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ বিষয়ে আজ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এর আগেই দুই মন্ত্রী তাদের বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালতে আবেদন করেছেন।
গত ৫ মার্চ ঢাকায় এক গোলটেবিল আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চ গঠন করে মীর কাসেমের আপিলের পুনঃশুনানির দাবি তোলেন কামরুল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকও প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।