তনুর শোকার্ত পরিবারকে টানাহেঁচড়ায় ক্ষোভ

মেহ্দী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকা (২৭ মার্চ ২০১৬,  রোববার) : বাবা-মা ও ছোট ভাইয়ের সোহাগ বঞ্চিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় কোন অগ্রগতি নেই। সন্দেহভাজন কাউকে আটকে পুলিশের তেমন কোন উদ্যোগও নেই। নেই কোন প্রস্তুতিও। এই নৃশংস হত্যাকান্ডের বিচারের দাবিতে সারা দেশ যখন উত্তাল তখন তদন্তের নামে আইন-শৃঙ্খলা বাহিনী নিহত তনুর শোকার্ত পরিবারকে নিয়ে টানাহেঁচড়া করছে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগী জাহান তনুকে গত ২০ মার্চ (রোববার) রাতে হত্যা করা হয়। ময়নামতি সেনানিবাসের পাহাড় হাউজের লাগোয়া কালভার্টের কাছাকাছি ঝোপে রাত ১০টায় তার লাশ পাওয়া যায়। তনু কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেনের মেয়ে।

জানা গেছে, সোহাগী জাহান তনু’র শোকার্ত পরিবারের সদস্যদের মামলার তদন্তের নামে গত শুক্রবার রাত সাড়ে ১২টায় র‌্যাব-১১’র কুমিল্লা সিপিসি-২’এর কার্যালয়ে তলব করা হয়। জেরার পর গভীর রাতে তাদের দিয়ে যাওয়া হয়। এর আগে একই দিন (শুক্রবার) বিকেলে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট বোর্ড কার্য়লয় এবং থানায় ডেকে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।

র‌্যাব-পুলিশ কার্যালয়ে ডেকে পাঠানোয় পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তনু’র বাবা ইয়ার হোসেন সাংবাদিকদের বলেছেন, ‘তারা (র‌্যাব-পুলিশ) যদি আমাদের মনের অবস্থা বুঝতো, তাহলে আর আমাদের সন্দেহভাজন আসামিদের মত গভীর রাতে তাদের খেয়াল খুশি মত যখন-তখন ডেকে পাঠাতো না । বাসায় এসেই আমাদের সাথে কথা বলতে পারতো।’ বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে আজ (রোববার) কুমিল্লা অভিমুখে পদযাত্রার উদ্যোগ নিয়েছে গনজাগরণ। দুপুরে ঢাকা থেকে এই পদযাত্র শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল (শনিবার) রাজধানীর শাহাবাগে স্বাধীনতা দিবসের কনসার্ট বাতিল করে তনু হত্যার বিচারের দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সড়কে ছাত্র-ছাত্রীরা মানববন্ধনের পর বিক্ষোভ সমাবেশ করেছেন।

রাজধানীর বাইরে কুমিল্লায়ও সমাবেশ মানববন্ধন করা হয়েছে। রাজশাহী চট্রগ্রাম খুলনা বান্দরবান চাপাইনবাবগঞ্জসহ দেশের অনেক স্থানেই তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সচেতন নাগরিকরা এ হত্যার তীব্র প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

এদিকে খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে জেলা প্রশাসক বরাবরে কুমিল্লার সাংস্কৃতিক কর্মীদের বেধে দেওয়া সময়সিমাও আজ শেষ হচ্ছে। খুনিদের গ্রেপ্তারে স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা জেলা প্রশাসককে ৪৮ ঘণ্টার সময় বেধে স্মারকলিপি দিয়েছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ