তনু হত্যার বিচারের দাবিতে তারকারাও সোচ্ছার
বিনোদন রিপোর্টার, এবিসিনিউজবিডি.
ঢাকা (২৮ মার্চ ২০১৬) : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী আক্তার তনু হত্যার বিচারের দাবিতে এখন দেশের জনপ্রিয় তারকারাও সোচ্ছার। রাস্তায় নেমে বিক্ষোভ না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পৈচাসিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ক্ষোভ প্রকাশ করেছেন মোস্তফা সারওয়ার ফারুকী, মেহের আফরোজ শাওন, আব্দুন নূর তুষার কোনালসহ আরো অনেক তারকা।
নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে সোহাগী আক্তার তনু’র হত্যাকারী আটক না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনতিবিলম্বে এই ঘৃন্য হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টদেও গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘তনু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশের অনলাইন বরাবরের মতো যে রকম সরব থেকেছে, তাতে এই সময়ের এই কালের মানুষ হিসেবে আমি আশ্বস্ত বোধ করছি। বিশ্বাস করি এই ঘটনার বিচার হবে। এবং এও বিশ্বাস করি, জাতীয় গুরুত্বপূর্ণ আরও বিষয়াদিতেও আমাদের নাট্যজনেরা সরব থাকবেন, অবজেকটিভলি সোচ্চার হবেন।’
গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুন নূর তুষার বলেছেন, ‘তনু আপনার মেয়ে, আমার মেয়ে হতে পারত। তনু আপনার বোন আমার বোন হতে পারত। তনু কারও মেয়ে, কারও বোন, কারও প্রেমিকা, কারও বন্ধু। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। মেয়েটি হিজাব পরত। তারপরও সে রেহাই পায়নি। স্বাধীন দেশেও নারীরা স্বাধীন না।’
সংগীতশিল্পী কোনাল তাঁর ফেসবুক পোস্টে তনুকে নিয়ে লিখেছেন ‘তোমাকে নিয়ে কত কিছুই বলতে চেয়েছি। ভিডিওবার্তা রেডি করেছি, বলতে বলতে থেমে গেছি। অতি শোকে আসলে পাথর হয়ে গেছি।’