দুই মন্ত্রীর বক্তব্যে লংঘিত হয়নি সংবিধান : আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৮ মার্চ ২০১৬),
ঢাকা  :  দুই মন্ত্রীর পদত্যাগের প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘দুই মন্ত্রীর বক্তব্যে শপথ ভঙ্গ হয়নি। লংঘিত হয়নি সংবিধান। পদত্যাগ করবেন কিনা সেটি সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়।’

২৮ মার্চ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় সাংবাদিকদের সামনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য করার বিষয়টি প্রথম থেকেই আমরা ভালোভাবে নেইনি। এ বিষয়ে আজকের বৈঠকে কোনো ধরনের আলোচনা হয়নি। পদত্যাগ করবেন কিনা সেটা তার নৈতিকতার বিষয়।’

দুই মন্ত্রীর নৈতিকতার প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি তাদের একজন কলিগ। সহকর্মী হিসেবে তাদের পদত্যাগের বিষয়ে আমার কথা না বলাই উচিত।’

বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে অনেকটা স্বাভাবিক দেখালেও খাদ্যমন্ত্রী ছিলেন বেশ গম্ভীর। টেলিভিশন ক্যামেরার ভিডিও ফুটেজে এ তথ্য উঠে আসে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ