তনু’র লাশ উত্তোলনের নির্দেশ

মনির হোসেন মিন্টু, এবিসিনিউজবিডি, (২৯ মার্চ ২০১৬)
কুমিল্লা : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অনার্সের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলার সুষ্ঠু তদন্ত ডিএনএ নমুনা সংগ্রহ ও পুনঃময়নাতদন্ত করতে কবর থেকে লাশ উত্তোলনের আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মনজুর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম এ আদেশ দেন। লাশ কবর থেকে উত্তোলনের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে এ আদেশ দিয়েছেন।

তনু হত্যার আটদিন অতিবাহিত হলেও হত্যাকারীরা শনাক্ত কিংবা গ্রেপ্তার না হওয়ায় প্রতিদিনের মতো সোমবারও কুমিল্লা মহানগরসহ জেলার বিভিন্নস্থানে ছাত্র-জনতার প্রতিবাদ, বিক্ষোভ ও মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যাহত ছিল।

সোহাগী জাহান তনুকে গত ২০ মার্চ (রোববার) রাতে হত্যা করা হয়। ময়নামতি সেনানিবাসের পাহাড় হাউজের লাগোয়া কালভার্টের কাছাকাছি ঝোপে রাত ১০টায় তার লাশ পাওয়া যায়। তনু কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেনের মেয়ে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ