জন্মদিনের শুভেচ্ছা আমাদের কিং খান শাকিব কে

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,

ঢাকা : ঢালিউডের এই বরপুত্রের জন্মদিনে তাঁকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন “কিং খান” শাকিব খান ।ঢাকাই চলচ্চিত্রে তার আগমন ছিলো সাদামাটা। কিন্তু মেধা আর যোগ্যতা দিয়ে নিজেকে আজ তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় অভিনেতায় পরিণত করেছেন। বলছি টালিউডের কিং খান খ্যাত শাকিব খানের কথা। আজ ২৮ মার্চ তার জন্মদিন। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। ১৯৮৩ সালের ২৮ মার্চে তিনি বাবা আব্দুর রব আর মা নুরজাহানের ঘর আলো করে ঢাকার নারায়ণগঞ্জ জন্মগ্রহণ করেন। দেশ সেরা এ নায়কের জন্মদিনে এবিসি নিউজ পরিবার এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

আবুল খায়ের বুলবুলের পরিচালনায় শাকিবের প্রথম সিনেমা সবাইতো সুখী হতে চায়। সিনেমাটির শুটিং চলাকালীন সময়েই শাকিব খানের সুনাম ছড়িয়ে পড়ে ঢালিউডের পরিচালক-প্রযোজকদের মাঝে। এটা ১৯৯৯ সালের কথা। সিনেমা হলে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। ১৯৯৯ সালের ২৮ মে অন্তত ভালোবাসা সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর ছোট বোন ইরিন। কিন্তু এ সিনেমাটি শাকিবকে নায়ক হিসেবে খ্যাতি এনে দিতে না পারলেও পরবর্তীতে বিভিন্ন ব্যবসা সফল সিনেমার কারণে তিনি দ্রুত সবচেয়ে সফল এবং জনপ্রিয় নায়ক হয়ে উঠেন।

বর্তমানে শাকিব খান বাংলাদেশের চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক। অসংখ্য সিনেমায় তিনি অভিনয় করেছেন এবং পেয়েছেন মেরিল প্রথম আলো পুরস্কার, বিজিএফ চলচ্চিত্র পুরস্কার, সমালোচক পুরস্কারসহ অসংখ্য পুরস্কার। অভিনয় জীবনে তার যা কিছু অর্জন সবকিছুই তিনি কখনো দর্শকের জন্য উৎসর্গ করেছেন, আবার কখনো মা-বাবার প্রতি উৎসর্গ করেছেন। জনপ্রিয় এ অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্রের নায়ক হিসেবে রেকর্ডসংখ্যক পারিশ্রমিকের অধিকারী শাকিব খান সর্বশেষ চমক সৃষ্টি করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে (২০১৪)।

এছাড়াও তিনি এনার্জি ড্রিংক পাওয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর (প্রচার দূত)। সম্প্রতি পাওয়ার এনার্জি ড্রিঙ্ক এর বিজ্ঞাপন ছাড়াও আশিয়ান সিটির বিজ্ঞাপনে অংশ নিয়েও তিনি বেশ সুনাম কুড়ান।

বাংলাদেশ সরকার তাঁকে ২০১০ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত করে, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং ২০১২ সালে খোদার পরে মা ছবির জন্য।

শুধু অভিনেতা বা পুরস্কার গ্রহণের পরিচয়ে আবদ্ধ না থাকতে চেয়ে তিনি এখন প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন। “এস কে” প্রোডাকশন হাউজ নামে তিনি নিজের একটি প্রোডাকশন হাউজ সম্প্রতি খুলেছেন যার সার্বিক বিষয় সমূহ তিনি নিজেই দেখভাল করেছেন।

সামনেই নিজের এই প্রোডাকশন হাউজ থেকে তার “রাজা হ্যান্ডসাম” আর ” হিরো- দ্যা সুপারস্টার” নামে দুটি বিগ বাজেটের ছবি দর্শকেরা পেতে যাচ্ছেন বলে শাকিব জানান, শুটিং চলছে পুরোদমে।

সম্প্রতি ইফতেখার চৌধুরী এর রাজত্ব ছবিতে একদম ডিফারেন্ট লুক ও অভিনয় দিয়ে তিনি সবার মন জয় করে নিয়েছেন এবং প্রমাণ করেছেন, সুযোগ দেয়া হলে এবং যোগ্য পরিচালকের হাতে পড়লে তিনি বেশ ভালো কাজ করে দেখাতে পারেন।
দেশের এ জনপ্রিয় অভিনেতা এখন ব্যস্ত আছেন ইকবাল হোসেন জয় এর শুটার এবং কলকাতায় শিকারী সিনেমার শুটিং নিয়ে।

 

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ