সর্বসাধারণকে তথ্য দেওয়ার অভ্যাস করতে হবে: মরতুজা
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : এটুআই প্রকল্পের আওতায় সংবেদনশীলতা এবং দক্ষতা উন্নয়ণের জন্য মিডিয়া সম্পাদনা বিষয়ক এক কর্মশালা অনুস্ঠিত হয়। এতে তথ্য সচিব মরতুজা আহমদ অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সর্বসাধারণকে রাস্ট্র প্রদত্ত সকল সুযোগ-সুবিধার বিষয়ে তথ্য দেওয়ার অভ্যাসটা আরো বেশী করতে হবে।
২৯ মার্চ (মঙ্গলবার) সকাল ১১:০০ টায় রাজধানীর দারুস সালামস্থ ইনস্টিটিউটের সেমিনার কক্ষে (Script Development) শীর্ষক তিন দিনের (৩) কর্মশালার উদ্বোধন করেন তথ্য সচিব মরতুজা আহমদ।
কর্মশালায় প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন তথ্য মন্ত্রনালায় থেকে শুরু করে, বাংলাদেশ বেতার, ব্যাংলাদেশ টেলিভিশন, প্রাইভেট টেলিভিশন, কমনিউটি রেডিও, এফ এম রেডিও সহ মোট ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন ।
এসময় সচিব উল্লেখ করেন, ১০ জুন ২০১১ সালে তথ্য মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের Access to Information (A2I) প্রোগ্রামের মধ্যে Developing Disseminating Messages and Creating Demand of Digital Bangladesh for Citizen শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
উক্ত সমঝোতা স্মারকের আওতায় এই পর্যন্ত ০৮টি Annexure স্বাক্ষরিত হয়েছে।
তিনি আরো জানান, তথ্য মন্ত্রণালয়ের নিম্নোক্ত অধিদপ্তর/সংস্থা সমূহ উক্ত MoU এর আওতায় কার্যক্রম পরিচালনা করছে- বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, গণযোগাযোগ অধিদপ্তর , বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি), জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট , চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর।
তারই ধারাবাহিকতায় আজকের এ কর্মশালা।
উদ্বোধনী অনুস্ঠানের সভাপতিত্ব করেন, ইনস্টিটিউটের মহাপরিচালক ও তথ্য মন্ত্রনালয়ের যুগ্ন-সচিব (প্রেস) মোহাম্মদ নূরুল ইসলাম।
জনাব ইসলাম প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে আরো Sensitive হতে হবে । সেবা দেওয়া উত্তম কাজ। আমাদের নবী-রাসূলগন এ কাজটি করে গিয়েছেন।
ইনস্টিটিউটের মহাপরিচালক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সচিব মহদয় অনেক ব্যস্ততার মধ্যে সচিব কমিটির মিটিং রেখেও এ কর্মশালা উদ্বোধন করায় তাকে আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক শচীন্দ্র নাথ হালদার, উপ-পরিচালক ওলিউর রহমান, উপ-পরিচালক শারকে চামান খান, উপ-পরিচালক রওনক জাহান, উপ-পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী সহ প্রতষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তাগন।
ইনস্টিটিউটের গনসংযোগ কর্মকর্তা আব্দুল হান্নান কতৃক সাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট ।