লক্ষ্মীপুরে দুই বোনকে গণধর্ষণ, পুলিশের সময় ক্ষেপন

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি (১ এপ্রিল ২০১৬),
লক্ষ্মীপুর থেকে ফিরে : লক্ষ্মীপুরে দুই বোনকে গণধর্ষণের পর মামলা নিতে সময় ক্ষেপনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশ বিষয়টি জেনেও মামলা নেওয়ার আগে সমঝোতার উদ্যোগ নিয়েছিল। আর পুলিশের এই তালবাহানায় আসামিরা পালাতে সুযোগ পেয়েছে।

১ এপ্রিল (শুক্রবার) ধর্ষিতার মা সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন। গত ২৯ মার্চ (মঙ্গলবার) জেলার কমলনগর উপজেলায় দুই বোন ধর্ষণের শিকার হন। শুক্রবার দুপুরে তাদের মা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কমলনগর থানায় দুটি মামলা করেন।

মামলার আসামিরা হলেন একই উপজেলার মো. খোকন, সিরাজ উদ্দিন, আবদুল করিম, মো. ইউসুফ এবং অজ্ঞাত একজন।

কমলনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে খোকন ১৩ ও ১৫ বছর বয়সী দুই বোনকে ঘর থেকে ডেকে নেন। এরপর তাদের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে নিয়ে আরো চার জনের সহযোগীতায় ধর্ষণ করে। ওই রাতে দুই বোন তাদের মাকে বিষয়টি জানায়। পরে তাদের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আজ দুটি মামলা করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ