প্রধানমন্ত্রীর কন্যা অটিজম সচেতনতায় আলোড়ন সৃষ্টি করেছে : মোশাররফ
চট্টগ্রাম ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : অটিজম সচেতনতায় প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন আলোড়ন সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
৩ এপ্রিল (শনিবার) দুপুরে নগরীর ষোলশহরে এলজিইডি ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নবম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জেলা সমাজ সেবা অধিদফতর এ আলোচনা সভার আয়োজন করে।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে অনেক সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু অটিজম নিয়ে সচেতনতা তৈরি করতে পারেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী কন্যা বিষয়টি নিয়ে আলোড়ন সৃষ্টি করেছে।
অটিস্টিক শিশুদের যত্ন করলে তারাও সমাজে অবদান রাখতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, জন্মের পরপর অটিজম বিষয়টি বুঝা যায় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আচরণে বিষয়টি ধরা পড়ে। তখন থেকেই তাদের প্রতি যত্নবান ও লক্ষ রাখতে হয়।
অটিস্টিক শিশুরা সমাজের বোঝা নয়, সম্পদ মন্তব্য করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সক্ষম অটিজম সম্পন্ন ব্যক্তিদের জন্য চাকরিতে কোটার ব্যবস্থা করেছেন। তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে প্রধানমন্ত্রী কাজ করছেন।
ঢাকায় ন্যাশনাল অটিজম একাডেমি প্রতিষ্ঠার জন্য গৃহায়ন ও গণপূর্ত বিভাগ থেকে জমি দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, চট্টগ্রামেও যদি এ ধরনের কোন প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় জমির ব্যবস্থা করে দেব। কারণ এটা সামাজিক দায়বদ্ধতা।
‘অটিজম সমাজের সমস্যা। আমরা অটিজম বান্ধব সমাজ চাই। অবহেলা নয়, স্নেহ মমতায় তাদের গড়ে তুলি।’
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, কেবল লোক দেখানোর জন্য নয়, প্রকৃত অর্থেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই দেশের ও সমাজের মঙ্গল হবে।
এক সময় অটিজম সম্পন্ন ব্যক্তিদের মেনে নিত না উল্লেখ করে তিনি বলেন, সময়ের সাথে সাথে সচেতনতা বাড়ার কারণে এখন সহজভাবে মেনে নিচ্ছে।
অটিজম সম্পন্নরা দেশের ভবিষ্যত মন্তব্য করে ভূমি প্রতিমন্ত্রী বলেন,‘তাদের মেধা আছে। সরকার চাইলে তাদের মেধাও কাজে লাগাতে পারে।’
আলোচনা সভায় বক্তারা, অটিস্টিক শিশুর পরিবারকে সরকারি সহযোগিতা, সবক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার দাবি জানান।
নবম বিশ্ব অটিজম সচেতনতা বিদসে এবারের প্রতিপাদ্য বিষয় ‘কর্মসংস্থান: অটিজম সম্পন্ন ব্যক্তির অগ্রাধিকার।’ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী, ওয়াসিকা আয়শা, দিদারুল আলম, সাবিহা নাহার প্রমুখ বক্তব্য রাখেন।