আজ স্বপ্নের ফাইনাল

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : টি-টুয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসরের ফাইনাল হবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। ৩ এপ্রিল ওয়েষ্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে শেষ মুহুর্তের প্রস্ততি শেষ করছেন আয়োজকরা। এদিকে, ভারতীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে ফাইনালের আগে হবে সাত মিনিটের সাংস্কৃতিক অনুষ্ঠান।

ক্রিকেটের নন্দন কানন- ইডেন গার্ডেন্স। ক্রিকেট পাগল ভারতীয়দের সবচেয়ে পুরনো ভেন্যু। এবার স্টেডিয়ামের ঐতিহ্যকে সমৃদ্ধ করবে আরেকটি ম্যাচ। শর্ট ভার্সনের বিশ্ব আসরের এবারের ফাইনাল অনুষ্ঠিত হবে ক্রিকেটের শহর এই কোলকাতার ভেন্যু ইডেন গার্ডেন্সে।

১৮৬৪ সালে প্রতিষ্ঠার পর অনেক বর্ণিল ম্যাচ আয়োজন করে ভাস্বর হয়ে আছে। ৬৬ হাজার ধারনক্ষমতাসম্পন্ন এই স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মেলবোর্নের পর সবচেয়ে বেশী দর্শক খেলা উপভোগ করতে পারেন।

সাকিব আল হাসানের দল কোলকাতা নাইট রাইডার্সের হোম ভেন্যু ইডেন একটু বেশী প্রচারের আলোয় আসে ১৯৮৭ সালে।  (১৯৮৭ সালের ফাইনালের ফাইল ফুটেজ।) কারন বিশ্বকাপের তৃতীয় আসরের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল এই ভেন্যুতে। সেই সময় লর্ডসের বাইরে প্রথমবারের মত বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয় অন্য কোন স্টেডিয়ামে।

এদিকে, এবারের ফাইনালের আগে অনুষ্ঠিত হবে সাত মিনিটের সাংস্কৃকিত অনুষ্ঠান। এটি মূলত ভারতীয় সংস্কৃতি আবহ ফুটিয়ে তুলতে দর্শনীয় নৃত্য। কোরিওগ্রাফার তনুশ্রী শংকরের পরিচালনায় সুর আর ছন্দের পরিবেশনায় বিশ্বকে মাতিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছে শিল্পীরা।

 

 

 

 

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ