বাঁশখালীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নিহত ৩
চট্টগ্রাম ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আংকুর নুর ও তার ভাই মো.মোস্তফা নামে দুজনের পরিচয় জানা গেলেও অন্য জনের নাম পরিচয় জানা যায়নি।
৪ এপ্রিল (সোমবার) বিকাল সাড়ে চারটায় সংঘর্ষ শুরু হয় উপজেলার গণ্ডামারা এলাকায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন নিশ্চিত করেছেন।
স্থানীয় একাধিক সূত্র জানায়, এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রতিবাদে সমাবেশ ডাকে স্থানীয়রা। কিন্তু উপজেলা প্রশাসন থেকে সমাবেশের ওপর ১৪৪ ধারা জারি করা হয়।
প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্থানীয় হাজার হাজার নারী-পুরুষ প্রতিবাদ সমাবেশে অংশ নেয়। এসময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ সমাবেশে উপস্থিত লোকজনের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে।
এতে ঘটনাস্থলে নারীসহ ৩ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৩০/৪০ জন নারী আহত হয়েছেন বলে জানা গেছে।
এ ব্যাপারে জানার জন্য বাঁশখালী থানার ওসি এবং উপজেলার নির্বাহী কর্মকর্তার মোবাইলে একাধিকবার ফোন করলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) সংঘর্ষ চলছিল।