তৈরি পোশাক খাতে রপ্তানি আয় বেড়েছে
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : সুবাতাস বইছে দেশের রপ্তানি খাতে। অন্তর্জাতিক বাজারে দেশের তৈরি পোশাকের চাহিদা স্থিতিশীল এবং রপ্তানির পরিমান বাড়তে থাকায় দেশের রপ্তানি আয় বাড়ছে ক্রমাগত। ২০১৫-১৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে সরকারের আয় হয়েছে ২৪৯৫ কোটি ৫১ লক্ষ মার্কিন ডলার। গতবছরের তুলনায় এ আয় ৮.৯৫ শতাংশ বেশি। গতকাল ইপিবির সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এর আগে বিশ্বমন্দার ভেতরেও দেখা গেছে অন্যান্য দেশ যখন বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বেকায়দায় তখনও বাংলাদেশের রপ্তানি আয় ছিল অটুট। মূলত বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের ব্যাপক চাহিদার করনেই এটা সম্ভব হয়েছে।
২০১৪-১৫ অর্থবছরে রফতানি আয় ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার। এই অর্থবছরে ৩ হাজার ৩৫০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়।
চলতি অর্থবছরে তৈরি পোশাক খাতে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ঘটেছে ৬.৬৮ শতাংশ। আর একই সময়ে ওভেন গার্মেন্টের প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৬৪ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ২ হাজার ৪৪ কোটি ডলার।
সর্বশেষ এক মাসে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি ছিল ১৪ শতাংশ। এর আগে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি এসেছিল ১০ দশমিক ৪১ শতাংশ। অর্থবছরের প্রথম আট মাসে গত বছরের একই সময়ের চেয়ে এই আয় বৃদ্ধির হার প্রায় ৮.৯৫ শতাংশ। এটি লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত আয়ের মধ্যে তৈরি পোশাক খাত থেকেই এসেছে ২ হাজার ৪৪ কোটি ডলার।
অর্থাৎ মোট রপ্তানি আয়ের উল্লেখযোগ্য একটি অংশই এসেছে তৈরি পোশাক শিল্প খাত থেকে।