রাস্তা কেটে পাহারায় বাঁশখালীর মানুষ

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
বাঁশখালী (চট্রগ্রাম) থেকে ফিরে (৭ এপ্রিল ২০১৬) : গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার বিভিন্ন স্থানে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। বাতাসে ভাসছে সে গন্ধ। আতঙ্ক ও ক্ষোভের গ্রাম গন্ডামারা। সব জায়গায় সুনসান নীরবতা। মাঝে মাঝে বাড়িঘর থেকে নারীদের কণ্ঠে বিলাপ এবং আহাজারি ভেসে আসছে। মাত্র দুই দিন আগে এ গ্রামে থেকে ঝরে গেছে ৪টি তাজা প্রাণ। গুরুতর আহত অনেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শোকে এখনো হতবিহ্বল গ্রামবাসী।

গন্ডামারা গ্রাম ঘুরে দেখা গেছে, কালো পতাকা উড়ছে সব জায়গায়। মামলার পর আতঙ্কে অনেক পুরুষ এখন এলাকাছাড়া। আইন-শৃঙ্খলা বাহিনীর আগমন ঠেকাতে স্থানে স্থানে রাস্তা কেটে দিয়েছেন এলাকাবাসী। গত দুই রাত থেকে গন্ডামারা ইউনিয়নের বিভিন্ন প্রবেশপথে পাহারা বসিয়েছেন গ্রামবাসী। বিদ্যুৎকেন্দ্রের লোক নয়, এটা নিশ্চিত হয়েই যাতায়াতকারীদের গ্রামে প্রবেশ করতে দিচ্ছেন তারা।

সোমবার চট্রগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী মিছিলে পুলিশের গুলিতে ৪ গ্রামবাশী নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। তাদের মধ্যে অনেকেই আশংকাজনক। এ ঘটনায় গন্ডামারা গ্রামের ৬ হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ