ব্লগার হত্যা হলেই গণতন্ত্র চলে যায় না : তথ্যমন্ত্রী

মেহদী আজাদ মাসুম, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা (৮ এপ্রিল ২০১৬) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কয়েকটি বিচ্ছিন্ন হত্যাকান্ড ব্লগার হত্যা হলেই গণতন্ত্র ধ্বংস হয়ে যায় না, গণতন্ত্র কোনো কাচের গ্লাস নয়।

৮ এপ্রিল (শুক্রবার) বিকেলে সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে প্রয়াত সাংবাদিক আজিজুল হকের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ডিআরইউর সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি শফিকুল করিম, সিনিয়র সদস্য কাশেম হুমায়ূন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও কল্যান সম্পাদক জিলানী মিল্টন। স্মরন সভায় আজিজুল হকের পরিবারকে তিন লাখ টাকার চেক দেওয়া হয়।

হাসানুল হক ইনু বলেন, বিচ্ছিন্ন কয়েকটি হত্যাকান্ড, ব্লগার হত্যার পর ‘গণতন্ত্র গেল’ বলে যারা শোরগোল করেন, তাদের উদ্দেশে বলতে চাই, গণতন্ত্র কোন কাচের গ্লাস নয়, এত ঠুনকো নয় যে, এতেই ধ্বংস হয়ে যাবে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যম চাপের মুখে- বিদেশিদের এ প্রতিবেদন মিথ্যা অপপ্রচার ও উদ্দেশ্যমূলক। এসব কিছু কোন সত্য তথ্যের ভিত্তিতে নয়। জঙ্গি তৎপরতা থেকে বাংলাদেশের গণতন্ত্র নিরাপদ রাখতে সরকারের তৎপরতাকে বিতর্কিত করতে এটি করছে তারা।

বাংলাদেশ এখন ইউরোপ-আমেরিকার চেয়েও নিরাপদ বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, জঙ্গি তৎপরতা বাংলাদেশের চেয়ে ইউরোপ-আমেরিকায় অনেক বেশি। বাংলাদেশ জঙ্গি দমনে ইউরোপ-আমেরিকার চেয়ে বেশি সফল। সেসব দেশের চেয়ে বাংলাদেশ জনবহুল রাষ্ট্র হিসেবে অনেক বেশি নিরাপদ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ