জাসাসের বর্ষবরণ উপভোগ করলেন খালেদা জিয়া

আনোয়ার আজমী, বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
ঢাকা (১৫ এপ্রিল ২০১৬) : বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার (জাসাস) বর্ষবরণের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

১৪ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ অনুষ্ঠান হয়। দুপুর আড়াইটায় জাসাসের বর্ষবরণের এ অনুষ্ঠান শুরু হয়। এরপর খালেদা জিয়ার গাড়িবহর বিকেল সোয়া ৪টার দিকে ভিড় ডিঙিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে পৌঁছায়। তবে নিরাপত্তাকর্মীদের তার গাড়িবহর মঞ্চের কাছে নিতে বেগ পেতে হয়।

বিএনপির চেয়ারপারসন অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হলে নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি ও স্লোগানে স্লোগানে তাদের প্রিয়নেত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ক্রিম কালারের লাল পাড়ের সুতি শাড়ি পরা খালেদা জিয়াও গাড়ি থেকে নেমে সেখানে সমবেত হাজার হাজার নেতাকর্মীকে হাত নেড়ে নববর্ষের শুভেচ্ছা জানান।

এরপর খালেদা জিয়া এসে কার্যালয়ের নিচতলায় রাখা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন- বিএনপির মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ।

বিএনপির চেয়ারপারসন আসার পর প্রথমে জাতীয় সঙ্গীত, তারপর দলীয় সঙ্গীত ও বৈশাখের গান (এসো হে বৈশাখ, এসো এসো..) পরিবেশন করা হয়।

এরপর জাসাস শিল্পীদের কণ্ঠে একে একে ‘ওকি গাড়িয়াল ভাই, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনাদেনা’সহ বেশ কয়েকটি গান পরিবেশিত হয়। খালেদা জিয়া এসব গান অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন।

জাসাসের বর্ষবরণের এ অনুষ্ঠানে বেবী নাজনীনের পাশাপাশি হাসান চৌধুরী, পিয়াল হাসান, মনির খান, পলি শারমীন শুভ্র আসাদ, শাহজদি কোহিনুর পাঁপড়ি, মুন, রেখাসহ সংগঠনের শিল্পীরা ভাটিয়ালী, দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ