পর্ন সাইট বন্ধ হচ্ছে এ সপ্তাহেই

প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ যুব সমাজকে রক্ষায় বাংলাদেশের সব পর্ন সাইট চলতি সপ্তাহের মধ্যেই বন্ধ করার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
১৮ এপ্রিল (সোমবার) দুপুরে ফেসবুকে এমএ আমিন খান নামের এক ব্যক্তির মন্তব্যের জবাবে তিনি এই ঘোষণা দেন।
তারানা হালিমের ভেরিফাইড পেজে তার পোস্ট করা ছবির নিচে ইন্টারনেট, সিম রেজিস্ট্রেশনের সমস্যাসহ নানাবিধ সমস্যা-সংক্রান্ত কমেন্ট পোস্ট করেন তার অনুসারিরা।
এমএ আমিন খান সেখানে পর্ন সাইট বন্ধের অনুরোধ জানিয়ে লিখেন, আপা, পর্নগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে, তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।
তারানা হালিম উত্তরে বলেন, আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নগ্রাফিক সাইট বন্ধ করে দেব।
খুশি হয়ে আমিন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, আপনার জন্যে দোয়া করতে ১০ রাকাত নামাজ মানত করলাম। আল্লাহ আরও বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক। জয় বাংলা।
পর্ন সাইট বন্ধের ঘোষণায় মমিনুর ইসলাম নামের একজন লিখেন, আপা, পর্নগ্রাফির সাইটগুলো এমনভাবে বন্ধ করে দিবেন, যাতে কোনোভাবেই ঢুকতে না পারে। আর এটা যদি বাস্তবায়ন করেন, তাহলে আল্লাহ্‌-তায়ালা’র কাছে দোয়া করব- আল্লাহ্‌-তায়ালা যেন এই কাজের জন্য আপনাকে বেহেশত নসিব করেন, আমিন।
সঞ্জিত বিডি নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পর্ন সাইট বন্ধে প্রতিমন্ত্রীর ঘোষণায় তাকে ধন্যবাদ জানানো হয়।
সঞ্জিত লিখেন, আপা, পর্ন সাইট বন্ধ করার ঘোষণা দেয়ায় আপনাকে ধন্যবাদ, আশা করি, শিগগিরই তা বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ