রাশিয়ান রণতরী কিনতে চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ রাশিয়ান গেপার্ড-ক্লাস ফ্রিগেটস (রণতরী) কিনতে চায় বাংলাদেশ। এমনটিই জানিয়েছেন রাশিয়ার সরকারি প্রযুক্তি কর্পোরেশন রোস্টেকের ইন্টারন্যাশনাল কো-অপারেশন বিভাগের প্রধান ভিক্টর ক্লেদভ।

২২ এপ্রিল (বৃহস্পতিবার) তুরস্কের ‘স্পুটনিক নিউজ’ পোর্টাল এ খবর প্রকাশ করে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১৮ থেকে ২১ এপ্রিল চারদিনব্যাপী ১৫তম ‘ডিফেন্স সার্ভিস এশিয়া এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স-২০১৬’ (ডিএসএ) আয়োজন করা হয়। এক্সিবিশনে রাশিয়ান সামরিক-শিল্প কমপ্লেক্সের তিনশতাধিক পণ্য উপস্থাপন করা হয়।

ক্লেদভ বলেন, শুধু বাংলাদেশই নয়; রাশিয়ান গেপার্ড-ক্লাস ফ্রিগেট কিনতে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ডিএসএ-২০১৬’তে এসেছিল বলে জানান তিনি।

ক্লেদভ আরো জানান, যত তাড়াতাড়ি সম্ভব শ্রীলঙ্কা ও বাংলাদেশের এ আবেদনে সাড়া দিতে প্রস্তুত রাশিয়া।

এই ফ্রিগেট সারফেস শিপ, সাবমেরিন ও বিমান বিধ্বংসী হিসেবে তৈরি করা হয়েছে। এটা স্বয়ংক্রিয় ও ম্যানুয়েলি কাজ করতে সক্ষম। আবার এ রণতরীকে পাহারা ও রক্ষণাবেক্ষণ কাজেও ব্যবহার করা যেতে পারে।

 

সূত্র: স্পুটনিক নিউজ

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ