বাংলাদেশে হামলার পরিকল্পনা: সিঙ্গাপুরে আটক

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

গত মাসে আন্তনিরাপত্তা আইনে (আইএসএ) তাদের আটক করা হয় বলে মঙ্গলবার এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আটক ব্যক্তিরা হলেন- মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।

এ বিষয়ে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ফিরে হামলা চালানোর পরিকল্পনা ছিল আটক ব্যক্তিদের। বর্তমান সরকারকে উৎখাত করে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠাই ছিল তাদের উদ্দেশ্য।

মঙ্গলবার সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকা এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, ওই আট বাংলাদেশি সিঙ্গাপুরে কাজ করতেন। এদের সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোগাযোগ আছে। আটক ব্যক্তিদের বয়স ২৬ থেকে ৩৪-এর মধ্যে।

আটক আটজন তাদের সংগঠনের নাম ‘ইসলামিক স্টেট ইন বাংলাদেশ (আইএসবি)’ বলে দাবি করেছেন। ইরাক ও সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছের কথাও জানিয়েছেন তারা।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ