ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে আবার সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: প্রায় দুইবছর আগের ভয়াবহ সহিংসতার পর, পুনরায় গাজা ভূখণ্ডে ইসরায়েলি আর ফিলিস্তিনের হামাসের মধ্যে বড় ধরণের সংঘর্ষ শুরু হয়েছে। গাযায় হামাসের তিনটি অবস্থানে বিমান হামলা করেছে ইসরায়েলি বিমান বাহিনী।
 
গাজা সীমান্তের কাছে একটি গোপন সুরঙ্গ আবিষ্কারের পর নতুন করে এই সহিংসতা শুরু হলো। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা যখন ওই সুরঙ্গটির কাছে যায়, তখন তাদের উপর মর্টার হামলা চালানো হয়।
 
বুধবার থেকে হামাস এবং অন্য জঙ্গি গোষ্ঠীগুলো ইসরায়েলের অন্তত ১০টি অবস্থানে মর্টার হামলা আর গুলি করেছে বলে তাদের দাবি।
 
আর এরপরেই ট্যাঙ্ক নিয়ে হামলার পাশাপাশি অন্তত তিন দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, তাদের উপর মর্টার হামলার জবাব দিতেই তাদের পাল্টা হামলা।
গেছে
 
ইসরায়েলের ট্যাঙ্কের গোলায় একজন নারী নিহত আর বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা যাচ্ছে।
এর মধ্যে যদিও প্রায়ই ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে ছোটখাটো সহিসংতার ঘটনা ঘটেছে।
 
ফিলিস্তিনিদের ছুরিকাঘাত বা ইসরায়েলিদের গুলিতে হতাহতের ঘটনাও ঘটেছে।
কিন্তু দুইবছর আগে দুইপক্ষের মধ্যে যে বড় ধরণের সংঘর্ষ হয়েছিল, সেই ঘটনার পর এটাই বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটল।
 
 
সূত্র : বিসিসি বাংলা

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ