জয়ের বৈঠকের ব্যাপারে জবাবদিহি করতে হবে : মির্জা আলমগীর
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মেনদি এন সাফাদির সঙ্গে সজীব ওয়াজেদ জয়ের বৈঠককে সাজানো নাটক বলে পার পাবে না সরকার। জনগণের কাছে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
২৯ মে (রোববার) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাত বার্ষিকী । এ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। আলোচনা সভায় দর্শক সারিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সভায় মির্জা আলমগীর বলেন, ‘মামলা দিয়ে দলের চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে সরানোর পাশাপাশি বিএনপিকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে সরকার।’
তিনি বলেন, ‘ইসরায়েলের সঙ্গে সম্পর্কের কথা বলে আজকে বিভিন্ন রকম কথা বলা হচ্ছে। অথচ যে লোকের সঙ্গে আসলামের কথা হয়েছে সেই লোকই যখন বলছে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তার মিটিং হয়েছে, সেই ব্যাপারে হানিফ সাহেব বলেছেন, এটা নাকি সাজানো নাটক। তোমাদেরটা সাজানো নাটক আর আমাদেরটা আসল নাটক, নাকি? জনগণের সামনে জবাবদিহি করতে হবে।’
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপিকে রাস্তায় যদি গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার দেওয়া হয় তাহলে এ সরকার টিকে থাকতে পারবে না। মামলা, হামলা ও গুমের ওপর ভর করে তারা আজ ক্ষমতায় থাকতে চায়।’
স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সকল শ্রেণির মানুষকে ঐকবদ্ধ করে আজকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি নতুন প্লাটফরম তৈরি করতে হবে। এ গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে সফল করার জন্য। আমরা বাংলাদেশকে একটি উগ্রবাদী, জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে দেখতে চাই না। যারা এর পেছনে ষড়যন্ত্র করছে, তাদের জানিয়ে দিতে চাই বাংলাদেশের মানুষ তা কোনোদিনই গ্রহণ করবে না।’
বিএনপি চেয়ারপারসন আলোচনা সভায় উপস্থিত হওয়ার পর পরই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। পরে বরাবরের মতো দর্শক সারিতে বসেই আমন্ত্রিত অতিথি এবং দলের শীর্ষ নেতাদের বক্তব্য শোনেন বেগম জিয়া।