আইপিএলের চ্যাম্পিয়ন মুস্তাফিজের হায়দরাবাদ
ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: প্রথমবারের মতো ভারতের ঘরোয়া প্রিমিয়ার লিগে অংশ নিয়েই শিরোপা জয়ের স্বাদ পেয়ে গেলেন বাংলাদেশের এই তরুণ বাঁহাতি পেসার। বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।
রীতিমতো রান উৎসবে ভেসে গেছে ব্যাঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়াম। সতীর্থ ভুবনেশ্বর কুমারের সঙ্গে এর মাঝেও নিজেকে আলাদা করেই চিনিয়েছেন মুস্তাফিজ। বোলিং করেছেন ইনিংসের মহাগুরুত্বপূর্ণ ওভারগুলোতে। সবমিলে ৪ ওভারে ৩৭ রান দিয়েছেন, নিয়েছেন শেন ওয়াটসনের উইকেট। অস্ট্রেলিয়ান ওই ব্যাটসম্যানই তখন ব্যাঙ্গালুরুর বড় ভরসা হয়ে টিকে ছিলেন ক্রিজে। দারুণ এক কাটারে তাকে বোকা বানিয়েছেন মুস্তাফিজ। ৪ ওভারে ২৫ রান দেয়া ভুবনেশ্বর শেষটা টেনেছেন দারুণভাবে। তাই শুরুটা ভালো করেও শেষটায় আর জয় দেখা হয়নি ব্যাঙ্গালুরুর। হায়দরাবাদের ২০৮ রানের জবাবে ২০০ রানেই থেমে গেছে তাদের ইনিংস। ৮ রানের জয়ে প্রথমবারের মতো আইপিএলে শিরোপা জয়ের উৎসবে মেতেছে মুস্তাফিজ-ওয়ার্নার-ভুবনেশ্বর-যুবরাজদের হায়দরারবাদ।
এবারের আইপিএলজুড়ে অবিশ্বাস্য ব্যাটিং করে যাওয়া কোহলি ফাইনালেও খেলেছেন ৫৪ রানের ঝকঝকে এক ইনিংস। তবে ভারতীয় ব্যাটিং সেনসেশন কাছাকাছি গিয়েও ফিরেছেন এক আসরে হাজার রান পূর্ণ করতে না পারার আক্ষেপ নিয়ে। সেই আক্ষেপ পরে আরো বেড়ে গেছে দলের পরাজয়ে। গোটা আইপিএলে নিস্তব্ধ থাকার আক্ষেপ ভুলে যেতে পারেননি ক্রিস গেইলও। ক্যারিবীয় ব্যাটিং দানব ফাইনালে ৪টি চার ও ৮টি ছক্কায় ৩৮ বলে খেলেছেন ৭৬ রানের দানবীয় এক ইনিংস। ওই ইনিংসেই প্রথম ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টি২০ ম্যাচে ৯ হাজার রানের মাইলফলক ছুয়েছেন বাহাতি বিধ্বংসী ওপেনার। এরপরও এদিন হায়দরাবাদের ২০৮ রানের পাহাড় টপকে যেতে পারেনি ব্যাঙ্গালুরু।
ব্যাট হাতে হায়দরাবাদের জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আসরজুড়ে দুরন্ত ছন্দে থাকা বাহাতি এই ওপেনার ফাইনাল-মঞ্চেও ৩৮ বলে ৮টি চার আর ৩টি ছক্কায় খেলেছেন ৬৯ রানের ভয়াল-সুন্দর এক ইনিংস। ৬৩ রানের উদ্বোধনী জুটিতে ভালো সঙ্গ দিয়েছেন শিখর ধাওয়ানও (২৫ বলে ২৮)। এরপরও মাঝে দ্রুত কিছু উইকেট পতনে খেই হারিয়ে ফেলেছিল হায়দরাবাদ। তবে ওই ধাক্কাটা ভালোভাবেই সামলেছে যুবরাজ সিংয়ের ব্যাট। ২৩ বলে ৪টি চার আর ২টি ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলেছেন এই বাহাতি।
হায়দরাবাদের ইনিংসের শেষটা ছিল বেন কাটিংময়। ৩টি চার আর ৪টি ছক্কায় ১৫ বলে এই অলরাউন্ডার করেছেন ৩৯ রান। শেন ওয়াটসনের করা ইনিংসের শেষ ওভারের ৫ বল খেলে নিয়েছেন ২৩ রান, তাতেই ২০০ রানের গ-ি পেরিয়েছে হায়দরাবাদ। শুরুতে গেইল আর কোহলির ব্যাটে ভালো জবাব দিলেও মুস্তাফিজ-ভুবনেশ্বরদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত সেই রান আর টপকে যেতে পারেনি ব্যাঙ্গালুরু।