রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারীর উপর হামলা

ফেনী প্রতিনিধি, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ ফেনী জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী জয়নাল আবদীনকে (৫০) রবিবার দুপুরে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৯ মে (রবিবার) আহত জয়নাল আবদীন জানান, দুপুরে ভাত খাওয়ার জন্য তিনি নিজ কার্যালয় থেকে সিএনজি যোগে বাসায় ফিরছিলেন। নির্মান সুপার মার্কেটের সামনে পৌঁছার পর দুই যুবক  সিএনজির গতিরোধ করে তাঁকে সিএনজি থেকে নামিয়ে সড়কের পাশের একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায়। সেখানে আগে থেকে ৫-৬ জন যুবক অপেক্ষা করছিল। দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।

খবর পেয়ে তাঁর কার্যালয়ের সহকর্মীসহ অন্যরা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, ওই যুবকদের কাউকে তিনি চিনতে পারেন নি। আহত জয়নালের গ্রামের বাড়ী পরশুরাম উপজেলার পাগলিরকুল গ্রামে।

উল্লেখ্য, গত বছর পবিত্র হজ্জ পালনের সময় কাবা শরীফের দুর্ঘটনায় তাঁর স্ত্রী মারা যান এবং তিনিও মারাত্মক ভাবে আহত হয়েছিলেন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি এখনো স্বাভাবিক ভাবে হাটাচলা করতে পারেন না।

ফেনী জেলা রেজিস্ট্রার আবদুস সালাম আজাদ জানান, জেলা রেজিস্ট্রার অফিসের প্রধান সহকারী জয়নাল আবদীন দুপুরে খাওয়ার জন্য অফিস থেকে বাসায় যাচ্ছিল। এসময় দূর্বৃত্তদের হামলার শিকার হন। এ ধরনের ঘটনা কাম্য নয়।

স্থানীয় প্রশাসন ও উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ