২/১ টা হামলায় পুলিশকে দুর্বল করার চিন্তা অমূলক
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, ‘পুলিশকে ডিমরালাইডজ (দুর্বল করা) করার কৌশল আজ নতুন নয়।২/১ টা হামলায় পুলিশকে দুর্বল করার চিন্তা অমূলক অনেক আগে থেকে এই চেষ্টা চলছে। হামলা চালিয়ে কিংবা পরিবার ও নিকট আত্মীয় স্বজনদের হত্যা করে পুলিশকে দুর্বল করা সম্ভব নয়। পুলিশ ঠিকই তাদের দায়িত্ব পালন করে যাবে।’
৮ জুন (মঙ্গলবার) দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
চট্টগ্রামে একাধিক জঙ্গি বিরোধী অভিযানে অংশ নেওয়া গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে হত্যার মধ্য দিয়ে পুলিশকে কোনও বার্তা দিতে চাইছে কিনা জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘ওই হামলায় জেএমবি কিংবা আনসারুল্লাহ বাংলা টিম জড়িত ছিল বলে সেখানকার গোয়েন্দা সদস্যরা বলছেন। কিন্তু পুলিশকে দুর্বল করার এ কৌশল কাজে আসবে না।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘পুলিশ বাহিনী এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী। ২/১ টা হামলায় পুলিশকে দুর্বল করার চিন্তা অমূলক। বরং পুলিশ আরও বেশি সাহসিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।’
বাংলাদেশে জঙ্গি সংশ্লিষ্ট হত্যাকাণ্ড ঘটার পরেই সাইট ইনটেলিজেন্স কী করে তথ্য পাচ্ছে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, ‘তারা বাংলাদেশি পত্রিকা ও অনলাইন পর্যবেক্ষণ করে থাকেন। ঘটনা ঘটার পরপরই তারা দায় স্বীকারের খবর প্রকাশ করে না। বাংলাদেশি পত্রিকায় খবর দেখে সুযোগ মতো আইএস এর বরাত দিয়ে খবর প্রকাশ করছে। যদিও আইএস এর অস্তিত্ব বাংলাদেশে নেই। অধিকাংশ ঘটনায় জেএমবি কিংবা আনসারুল্লাহ বাংলা টিম জড়িত।’ এ কারণে সাইট ইনটেলিজেন্স এর খবর ও দায় স্বীকারের বিষয় নিয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য জনসাধারণকে অনুরোধ জানান তিনি।