পুষ্টিহীনতায়ও ভুগছেন মুস্তাফিজ
ক্রিয়া প্রতিবেদক, এবিসিনিউউজবিডি,
ঢাকা : দীর্ঘ ছুটি শেষে বুধবার সাতক্ষীরা থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশের পেস সেনসেশন মুস্তাফিজুর রহমান। ফেরার পরদিনই নিজেকে প্রস্তুত করার লড়াইয়ে নেমে পড়েছেন তিনি।
৯ জুন (বৃহস্পতিবার) সকাল থেকেই শুরু হয়েছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়া। চলবে আগামী ১৬ কিংবা ১৭ জুন পর্যন্ত।ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মুস্তাফিজ।
পুর্নবাসন প্রক্রিয়ায় তাঁর ফিটনেসের ওপর বেশি গুরত্ব দেয়া হবে বলে জানা যায়। তবে ইনজুরি ছাড়াও পুষ্টিহীনতায়ও ভুগছেন মুস্তাফিজ। যে কারণে গত কয়েক দিনে প্রায় ২ কেজি ওজন হারিয়েছেন তিনি।
মুস্তাফিজ এখনো পুরো রান আপে বোলিং করতে কিছুটা ব্যথা অনুভব করছেন। ফলে মুস্তাফিজের শতভাগ ফিট হতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানান বিসিবি সূত্র। এদিকে ইংলিশ কাউন্টিতে খেলা নিয়ে এখনো অনিশ্চয়তায় মুস্তাফিজ। তবে কাউন্টিতে খেলা নির্ভর করছে তাঁর ফিটনেসের ওপর। এক্ষেত্রে মুস্তাফিজের শারীরিক ও মানসিক দু’ধরনের ফিটনেসের দিকেই নজর দেয়া হবে বলে জানা যায়। কতদিনের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি ফিট হবে এ নিয়ে কিছুই জানাননি ফিজিও।