টিউলিপ সিদ্দিকার বর
রিপোর্টার, এবিসি নিউজ বিডিঃ সরকারি চাকরি ছেড়ে এখন ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করছেন শেখ মুজিবুর রহমানের নতুন নাতজামাই। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ান পার্সি। রোববার সন্ধ্যায় লন্ডনে একটি বিবাহ অনুষ্ঠানে তাকে ঐতিহ্যবাহী বাঙালি সাজে দেখা গেছে।
ককেশীয় ব্রিটিশ পার্সি ইউনিভার্সিটি অব লন্ডনের বার্কবেক কলেজে অর্থনীতি পড়েছেন। পরে তিনি যুক্তরাজ্য সরকারের শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন।
বঙ্গবন্ধুর নাতজামাই পার্সি এখন ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেন রোনাল্ড বার্জার স্ট্র্যাটেজি কনসাল্ট্যান্টস নামের একটি প্রতিষ্ঠানের হয়ে।
তিনি কেমব্রিজ বিশ্ববিদালয়ে চীনা ভাষা নিয়ে পড়েছেন এবং ম্যান্ডারিন বলতে পারেন।
২০১১ সাল থেকে তিনি রোনাল্ড বার্জারের জন্য কাজ করেন; মূলত তার কাজের ক্ষেত্র টেলিকম, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি।
তিনি গ্রাহকদের আর্থিক রূপরেখা তৈরি করে দেন বলে তার আনুষ্ঠানিক পরিচিতিতে বলা হয়েছে।
কয়েক মাস আগে টিউলিপ যখন তার সঙ্গে বিয়ের খবর এবিসি নিউজ বিডির কাছে প্রকাশ করেন তখন তার বরের নাম শুধু ‘ক্রিস’ বলে জানান।রোববার হাসিনা, রেহানা, তাদের সন্তান, বন্ধুবান্ধবসহ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্রিটিশ রাজনীতিকের উপস্থিতিতে অনুষ্ঠানের দিন তার পুরো নাম ক্রিশ্চিয়ান সিন জান পার্সি বলে জানা যায়।
টিউলিপ ২০১০ সালে সেন্ট্রাল লন্ডনের একটি এলাকার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। তিনি আগামী পার্লামেন্ট নির্বাচনে লন্ডনের একটি গুরুত্বপূর্ণ আসন থেকে লেবার পার্টির প্রার্থী হতে চান।
তিনি ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। কিংস কলেজ থেকে রাজনীতি ও সরকারি নীতি বিষয়ে আরেকটি স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি।