পাবনায় আশ্রমের সেবককে হত্যা

জেলা প্রতিনিধি (পাবনা), এবিসিনিউজবিডি,
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দেশের সাম্প্রতিক হত্যাকান্ডের সঙ্গে এই হত্যার মিল দেখছে পুলিশ।

১০ জুন ২০১৬ (শুক্রবার) ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকের সামনে এই হত্যাকান্ড ঘটে। ঘটনার সময় নিত্যরঞ্জন প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন।

আশ্রম সূত্র জানায়, নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরে। তার বাবার নাম রশিক লাল পান্ডে। প্রায় ৩৫ বছর ধরে সেবাশ্রমটিতে সেবক হিসেবে কর্মরত ছিলেন নিত্যরঞ্জন।
আশ্রমের নির্বাহী পরিষদের সদস্য শ্রীবলাই কৃষ্ণ সাহা জানান, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে আশ্রম থেকে প্রাতর্ভ্রমণে বের হয়েছিলেন নিত্যরঞ্জন। মানসিক হাসপাতালের প্রধান ফটকের কাছে পৌঁছালে তার ওপর হামলা হয়। তার ঘাড় ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে আশ্রমের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ