বিশেষ অভিযানে প্রথম দিনে গ্রেপ্তার সহস্রাধিক
আনোয়ার আজমী, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১০ জুন ২০১৬) : জঙ্গি ও সন্ত্রাসী ধরতে বিশেষ অভিযানের প্রথম দিনে সহস্রাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে সাজাপ্রাপ্ত, নিয়মিত মামলার আসামি, মাদক বিক্রেতা ও চাঁদাবাজ রয়েছে।
১০ জুন (শুক্রবার) রাতে মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মাসুদুর রহমান এবিসিনিউজবিডিকে জানান, রাজধানী ঢাকায় আটক করা হয়েছে ১৭৭ জনকে। রাজধানীর ৪৯ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলেও জানা তিনি।
আটককৃতদের মধ্যে কোনো জঙ্গি সংগঠনের সদস্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে মাসুদুর রহমান বলেন, ‘কোন জঙ্গি আটক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের পর তা জানা যাবে।’ এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিসি পিআর।
এর আগে শুক্রবার দুপুরে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শুক্রবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযানে রংপুরে বিভিন্ন মামলায় ১৬২ জন, সিলেটে ১৫১ জন, দিনাজপুরে ১০০ জন, টাঙ্গাইলে ৬৮ জন, যশোরে ৬৮ জন, কুষ্টিয়ায় ৫৭ জন, রাজশাহীতে ৩১ জন, নাটোরে ২৭ জন, মাগুরায় ২৪ জন, ঝিনাইদহে ১৭ জন এবং নোয়াখালীতে পাঁচজন।
এ ছাড়া আরো কয়েকটি জেলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এদের নিজ নিজ জেলার আদালতে পাঠানো হয়েছে।