দোকানমালিক-হকার সংঘর্ষে গ্রেপ্তার ১৯০ জন কারাগারে

মনির হোসেন মিন্টু, বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১০ জুন ২০১৬) : রাজধানীর গুলিস্তানে দোকানমালিক-হকার সংঘর্ষে গ্রেপ্তার হওয়া ১৯০ জনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

১০ জুন এই সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া আসামিদের সন্ধ্যায় আদালতে তাদের হাজির করে পুলিশ। ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আজ রাত সাড়ে নয়টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিরা আদালতের হাজতখানায় ছিলেন। আদালত পুলিশের সাধারণ উপপরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গুলিস্তান এলাকায় ঢাকা ট্রেড সেন্টার এলাকায় দোকান বসানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে হকারদের আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা প্রায় দুইটা পর্যন্ত সংঘর্ষ চলে। এ সময় আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। দুই পক্ষের সংঘর্ষের সময় মতিঝিল বিভাগের উপকমিশনার আনোয়ার হোসেন আহত হন। পুলিশ ঢাকা ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে শতাধিক শ্রমিককে আটক করে পল্টন থানায় নিয়ে যায়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ