সাঁড়াশি অভিযানে আটক হচ্ছে সাধারণ মানুষ: ফখরুল

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (১০ জুন ২০১৬) : গুপ্তহত্যা দমনে আইনপ্রয়োগকারী সংস্থার বিশেষ সাঁড়াশি অভিযানের নামে সাধারণ মানুষ ও বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ জুন (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের সীগাল রেস্টুরেন্টে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এ অভিযোগ করেন।
বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল

খেলাফত মজলিস এ ইফতার মাহফিলের আয়োজন করে।
প্রসঙ্গত, গুপ্তহত্যাসহ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে শুক্রবার থেকে সারাদেশে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ অভিযানের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬শ জনকে আটক করা হয়েছে। কিন্তু দেখা গেছে, অভিযানের নামে অল্প বয়সী ছেলে, কলেজ ছাত্র, সাধারণ মানুষ আর বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আটক করা হয়েছে।’

গুপ্তহত্যার ছুতোয় বিরোধী মতকে দমন করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও দাবি করেন ফখরুল।

তিনি বলেন, ‘সাঁড়াশি অভিযানের কথা বলে ইতোমধ্যেই ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। গত দু’দিনে ৯ জন বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ