ফ্লোরিডায় সমকামীদের ক্লাবে গুলি
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,
ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নৈশক্লাবে এক হামলাকারীর গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।
১২ জুন (রোববার) স্থানীয় সময় ভোররাতে শহরের পালস নৈশক্লাবে সহিংসতার এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স।
এক ট্যুইটার বার্তায় পুলিশ জানিয়েছে, নৈশক্লাবটির ভিতরে অবস্থান নেওয়া বন্দুকধারী নিহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অন্তত সাত থেকে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন। তবে এসব প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার সময় নিজেদের ফেইসবুক পেইজে ক্রেতাদের ‘বাইরে বের হয়ে যাওয়ার’ এবং ‘দৌঁড়ে দূরে সরে যাওয়ার’ পরামর্শ দিয়েছিল নৈশক্লাবটি।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করা ভিডিও ফুটেজে ঘটনাস্থলে জরুরি বিভাগের কয়েক ডজন গাড়ির অবস্থান এবং ফুটপাতে আহতদের চিকিৎসা দিতে দেখা গেছে।
গুলিবর্ষণের সময় ক্লাবের ভিতরে ছিলেন এমন এক ব্যক্তি জানিয়েছেন, স্থানীয় সময় রাত দুইটার দিকে বন্দুকধারী গুলিবর্ষণ করতে শুরু করে।
পালসের ফেইসবুক পেইজে রিকার্ডো আলমোদোভার নামের ওই ব্যক্তি লিখেছেন, “নাচের ফ্লোরে এবং বারে থাকা লোকজন মেঝেতে শুয়ে পড়ে এবং আমাদের মধ্যে যারা বারের কাছে এবং পেছন দিকে ছিলাম এমন কয়েকজন পেছনের দরজা দিয়ে বের হয়ে আসতে পেরেছি, তারপর দৌঁড় দিয়েছি।”
শুক্রবার অরল্যান্ডোর এক কনসার্টে অপর এক গুলিবর্ষণের ঘটনায় ২২ বছর বয়সী পপসঙ্গীত শিল্পি ক্রিস্টিনা গ্রিমি নিহত হওয়ার দুই দিনের মধ্যেই এ ঘটনা ঘটলো।