মসলিন পুনরুদ্ধার করা হবে : মির্জা আজম

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা:   দেশের ঐতিহ্যবাহী বিশ্বখ্যাত ‘মসলিন’ কাপড় তৈরীর প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে তাঁত বোর্ড একটি কর্মসূচি চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এম,পি বলেছেন

১২ জুন (রোববার)  সকালে সচিবালয়ের মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র শিল্পে মসলিন প্রযুক্তি পুনরুদ্ধারের লক্ষ্যে আয়োজিত এক সভায় প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তাঁত বস্ত্রের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে তাঁতীদের আয় বাড়বে উল্লেখ করে তিনি বলেন, দেশের দরিদ্র প্রান্তিক তাঁতীদের আত্মকর্মসংস্থান ও জীবনযাত্রার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সহায়তা করছে।
এ সময় বস্ত্র ও পাট সচিব এম এ কাদের সরকার, তাঁত বোর্ডের চেয়ারম্যান জসীম উদ্দিন আহম্মেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. রেজাউল কাদের, আবু ছাইদ শেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মির্জা আজম তাঁতী সমাজকে পুর্নবাসন করে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নত করার আশাবাদ প্রকাশ করেন।
সভায় জানানো হয়, চলতি বছরের ২ জুন প্রায় ৩৭১ জন তাঁতীর মধ্যে ১ কোটি ১৪ লাখ ১৫ হাজার টাকা বিতরন করা হয়েছে।
১৫ লক্ষ্যের অধিক। তাঁত শিল্পে বছরে ৬৮ কোটি ৭০ লাখ মিটার কাপড় উৎপাদিত হয়, যা দেশের মোট বস্ত্র চাহিদার ৪০ ভাগ পূরণ করে থাকে।

 

 

সূত্র : বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ