ক্লাবে হামলার ঘটনা ‘অবিশ্বাস্য’: ইমাম  

 

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইটক্লাবে হামলাকারী যে মসজিদে নামাজ পড়তো সে মসজিদের ইমাম রোববার বলেছেন, তাকে দেখে কখনোই মনে হয়নি সে এ ধরনের সহিংস হামলা চালাতে পারে।
তিনি বলেন, ওমর মতিন (২৯) সপ্তাহে তিন অথবা চারদিন এশার নামাজ আদায় করতো। এ সময় সে তার ৪ অথবা ৫ বছর বয়সী ছেলেকেও মসজিদে নিয়ে আসতো। তারা দুজনেই নামাজ পড়তো।
শফিক রহমান ২০০৩ সাল থেকে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। সেই সময় থেকেই তিনি মতিনকে চিনতেন।
শফিক বলেন, মতিন সামাজিক ছিলো না। নামাজ শেষ হলেই সে মসজিদ থেকে চলে যেতো।
তিনি আরো বলেন, মতিন কথা বলতো না। তবে দেখা হলে হাসিমুখে করমর্দন করতো।
ইমাম আরো বলেন, এটা ‘অবিশ্বাস্য’ যে ভারী অস্ত্রে সজ্জিত মতিন অরল্যান্ডোর সমকামীদের ক্লাবে হত্যাযজ্ঞ চালিয়ে ৫০ জনকে হত্যা ও ৫৩ জনকে আহত করেছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এটাই যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা।
কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলা চালানোর আগে মতিন ৯১১ এ কল করে জিহাদি গোষ্ঠী ইসলামিক স্টেট এর প্রতি আনুগত্য প্রকাশ করেন।
শফিক বলেন, ‘আমি কখনোই এটা ধারণা করিনি।’
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই ইমামের হাতে একটি কোরআন শরীফ ছিল।
তিনি আরো বলেন, ‘আমরা শান্তি ও ন্যয়বিচারের শিক্ষা দেই।’
ইমাম আরো বলেন, ‘এটা অবশ্যই কোন মানসিক সমস্যা অথবা ক্ষোভের কারণে ঘটেছে।’
তিনি আরো বলেন, মতিন ইন্টারনেটের মাধ্যমে চরমপন্থী হয়ে উঠতে পারে।
ইমাম আরো বলেন, ‘মতিনের বাবা-মা নিয়মিতই মসজিদে নামাজ পড়তে আসতেন এবং তার বাবা লাইফ ইন্সুরেন্সে কাজ করতেন।
শফিক বলেন, তিনি মসজিদের নিরাপত্তার ব্যাপারে উদ্বিগ্ন। মসজিদটি উপকূলীয় ছোট শহর ফোর্ট পিয়ার্সে অবস্থিত।

 

 

 

সূত্রঃ বাসস

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ