প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা: হাইকোর্টের রায় অনুযায়ী সকল প্যানেলভুক্ত শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করেছে প্যানেলভুক্ত শিক্ষকরা।
১৩ জুন (সোমবার) সকাল সাড়ে ১১টা থেকে অধিদপ্তর ঘেরাও করে মূল ফটকের সামনে অবস্থান করছেন শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম কিবরিয়া আন্দোলনরত শিক্ষকদের নিয়োগের আশ্বাস দিলেও শিক্ষকরা সেখানে অবস্থান করছেন।
সকালে প্যানেলভুক্ত শিক্ষকদের একটি প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর হোসেনর সাথে দেখা করে নিয়োগের বিষয়ে জানতে চান।
এসময় মহাপরিচালক বলেন, হাইকোর্টের রায়ের ভিত্তিতে নয়, মেধাক্রম অনুসারে নিয়োগ দেয়া হবে।
মহাপরিচালকের এমন কথার কারণে শিক্ষকরা তাৎক্ষণিক ভাবে অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা বিভিন্ন শ্লোগান দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করে।