জঙ্গিবিরোধী অভিযানে বিএনপির ২০০০+ গ্রেপ্তার
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ ঙ্গিবিরোধী বিশেষ অভিযানে এখন পর্যন্ত বিএনপির দুই হাজারের বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৩ জুন (সোমবার) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই দাবি করেন।
রিজভী দাবি করেন, সরকার নিজেদের ‘অবৈধ সত্তা’ লুকানোর জন্য সারা দেশে ধরপাকড় শুরু করেছে। সরকার এখন পর্যন্ত কোনো জঙ্গিকে চিহ্নিত করতে পারেনি। অথচ রমজান মাসে সারা দেশে অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে।
গত শুক্রবার থেকে জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ। পরে অবশ্য পুলিশের বিজ্ঞপ্তিতে এই অভিযানকে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান উল্লেখ করা হয়। অভিযানের প্রথম তিন দিনে প্রায় সাড়ে আট হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে ১১৯ জনকে।