সাংবাদিক শওকত মাহমুদের জামিন
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : যাত্রাবাড়ী থানার পেট্টোল বোমার নাশকতায় দায়ের করা দুই মামলায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদকে জামিন দিয়েছেন সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগ।
১৪ জুন (মঙ্গলবার) বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।শওকত মাহমুদের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
শেখ এ কে এম মনিরুজ্জামান কবির সাংবাদিকদের বলেন, গত বছরের ১৯ মে যাত্রাবাড়ী থানার নাশকতার দুটি মামলায় হাইকোর্ট শওকত মাহমুদকে জামিন দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, শওকত মাহমুদের বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগসহ ২০টি মামলা রয়েছে। এর মধ্যে অধিকাংশ মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।
২০১৫ সালের ১৮ আগস্ট শওকত মাহমুদকে নাশকতার মামলায় প্রেসক্লাব থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে আছেন।