চতুর্থ দিনে ২৬ জঙ্গিসহ গ্রেপ্তার ৩১১৫

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : দেশব্যাপী জঙ্গি বিরোধী সঁড়াশি অভিযানের চতুর্থ দিনে ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার ভোর ছয়টা থেকে আজ মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টার পরিচালিত অভিযানে এদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করে।

পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে ২৬ জন জঙ্গি, ২ হাজার ৩৬৮ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে, ৩৮ জন অস্ত্র মামলার আসামি, ২৯৫ জন মাদক মামলার আসামি এবং ৩৮৮ জন অন্যান্য মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ১১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৫ জুন চট্রগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু, পরের দিন নাটোরের খিষ্টান সম্প্রদায়ের ব্যবসায়ী সুনিল দানিয়েল গোমেজ ও ঝিনাইদহে আশ্রমের সেবক আনন্দ গাঙ্গুলিকে হত্যা করা হয়। অব্যাহত এসব ঘটনার পর পুলিশ সদর দপ্তরের এক বৈঠকে সিদ্ধান্ত হয় দেশব্যাপী জঙ্গি বিরোধী সঁড়াশি অভিযানের।

 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ