ব্রিটিশ এমপি’র হত্যাকান্ডে প্রধানমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ লেবার পার্টির এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকান্ডে গভীর শোক প্রকাশ করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘বাটলি ও স্পিন থেকে নির্বাচিত লেবার পার্টির তরুণ ও প্রতিশ্রুতিশীল এমপি জো কক্সের মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও দুঃখিত।’

‘তাঁর মৃত্যুতে ব্রিটেন একজন অগ্রসর রাজনৈতিক সংগ্রামীকে হারালো যিনি অনগ্রসর এবং প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন, নির্বাক ও অধিকার বঞ্চিতদের জন্য তাঁর সমবেদনা অনেকের হৃদয় জয় করেছিল।’

শেখ হাসিনা বলেন, বিশ্ব শান্তি ও সম্প্রীতিতে তাঁর নিঃস্বার্থ অঙ্গীকারের জন্য জো কক্স স্মরণীয় হয়ে থাকবেন।
তিনি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আপনার কাছে এবং আপনার মাধ্যমে শোক-সন্তপ্ত পরিবারের সদস্য ও জো কক্সের বন্ধুদের কাছে আমি আন্তরিক সমবেদনা ও গভীর শোক জানাচ্ছি।

তিনি বলেন, ‘এই বেদনাবিধুর মুহূর্তে শোক-সন্তপ্ত পরিবার এবং যুক্তরাজ্য ও নর্দার্ন আয়ারল্যান্ডের বন্ধু-প্রতীম জনগণের সঙ্গে সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি।’

বিবিসি জানায়, বৃহস্পতিবার ওয়েস্ট ইয়র্কশায়ারের বিরস্টলে নিজ নির্বাচনী এলাকায় এক ব্যক্তির নৃশংস হামলায় গুলিবিদ্ধ ও ছুরিকাহত হওয়ার পর জো কক্স মারা যান।

 

 

সূত্রঃ বাসস

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ