ইউরোপকে ব্লাকমেইল করতে চায় ক্যামেরন : পুতিন

 

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপকে ‘ব্লাকমেইল’ ও ‘ভয় দেখাতে’ ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ব্রিটেনের থাকা না থাকা নিয়ে গণভোটের আয়োজন করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

শুক্রবার বার্তা সংস্থা এএফপিসহ বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে পুতিন বলেন, ‘কেন তিনি গণভোটের আয়োজন করছেন? ইউরোপকে ব্লাকমেইল করতে? নাকি ইউরোপকে ভয় দেখাতে? তিনি যখন নিজেই ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার বিপক্ষে তখন গণভোটের উদ্দেশ্য কি?’

তিনি বলেন, ‘এটা আমাদের ব্যাপার না। এটা ব্রিটিশ জনগণের বিষয়। বিষয়টি নিয়ে আমি কেবল মতামত দিলাম। কিন্তু আমি আগ বাড়িয়ে কিছু বলবো না।’ তিনি এও বলেন, গণভোটের ফলাফল কি হবে তা বলা অসম্ভব।

পুতিন বলেন, ‘কে ভবিষ্যৎবাণী করতে পারবেন? কেউ পূর্বাভাস দিতে পারবে না। আমি মনে করি ভবিষ্যৎবাণী করাটা আমার জন্য যথাযথ হবে না।’

ইইউতে ব্রিটেন থাকবে কি থাকবে না তা নিয়ে আগামী ২৩ জুন দেশটিতে গণভোট হবে।
পুতিন বলেন, ‘কয়েক বিশেষজ্ঞ মনে করেন, ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ইউরোপের জন্য ক্ষতিকর হবে। আবার অন্যরা বলেন, ইইউ আরো স্থিতিশীল হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ