২০১৯ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন হাতুরুসিংহে

ক্রিয়া ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকাঃ সাবেক লঙ্কান ক্রিকেটার চান্দিকা হাতুরুসিংহে ২০১৪ সালে দু’বছরের চুক্তিতে বাংলাদেশের কোচ হিসেবে নিয়োগ পান। এরপর তার অধীনে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যটা কম-বেশি সবারই জানা। সেই কৃতীত্বটাকে মাথায় রেখেই লঙ্কান এই কোচের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গেই থাকছেন হাতুরুসিংহে। হাথুরুসিংয়ের সঙ্গে ২০১৯ পর্যন্ত থাকছেন ফিল্ডিং কোচ হ্যালসেল এবং কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনও। রোববার বোর্ড সভা শেষে এমনটাই জানান সভাপতি নাজমুল হাসান পাপন।

সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মৌসুমের ঘরোয়া ক্রিকেট ক্যালেন্ডার চূড়ান্ত করা হয়েছে। জালাল ইউনুসকে প্রধান করে বোলিং অ্যাকশন রিভিউ কমিটি অনুমোদন দিয়েছে বিসিবি। দুই স্তর বিশিষ্ট নির্বাচক কমিটিরও অনুমোদন দেওয়া হয়েছে আজকের বোর্ড সভায়।

এছাড়াও প্রিমিয়ার লিগে খেলা যেসব ক্লাব এখনও খেলোয়াড়দের ৬০ শতাংশ অর্থ পরিশোধ করেনি তাদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে বিসিবি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ