গুপ্তহত্যার জন্য দায়ী খালেদা: তোফায়েল
প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকাঃ বিএনপি নেত্রী খালেদা জিয়া অতীতে পরাজিত হয়েছেন, ভবিষ্যতেও হবেন বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
১৯ জুন (রোববার) বিকেলে রাজধানীর রাসেল স্কয়ারে দেশে চলমান গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, জঙ্গিবাদী তৎপরতার প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের বিরুদ্ধে তার কোনো ষড়যন্ত্রই সফল হবে না। প্রধানমন্ত্রী জঙ্গিবাদ নির্মূলে কঠোর সিদ্ধান্ত নিয়েছেন। সেদিন বেশি দূরে নয়, যেদিন আমরা সম্পূর্ণভাবে জঙ্গিবাদকে নির্মূল করব।’
দেশে চলমান গুপ্তহত্যার জন্য খালেদা জিয়াকে দায়ী করে মন্ত্রী বলেন, ‘দেশজুড়ে আজকের এই অশান্ত পরিবেশের জন্য তিনিই (খালেদা) দায়ী। পুরোহিতকে হত্যা করা হচ্ছে, বেছে বেছে টার্গেট কিলিং করা হচ্ছে। যাতে প্রতিবেশী দেশ প্রতিক্রিয়া দেয়, উদ্বেগ প্রকাশ করে।’
সন্ত্রাস ও জঙ্গিবাদ হারাম লক্ষাধিক আলেম স্বাক্ষারিত ফতোয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এক লাখ আলেম ঐক্যবন্ধ হয়ে ফতোয়া দিয়ে বলেছেন যে, এ ধরনের জঙ্গি তৎপরতা ইসলামে নিষিদ্ধ ও হারাম। কিন্তু সেখানে খালেদা জিয়া জঙ্গিদের আড়াল করার জন্য প্রতিদিন ইফতার পার্টিতে আওয়ামী লীগকে দোষারোপ করে বক্তৃতা দিচ্ছেন। মূলত তিনি জঙ্গি-সন্ত্রাসীদেরই আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।’
খালেদা জিয়াকে ‘হতাশ নেত্রী’ আখ্যা দিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ইফতার পার্টিতে মানুষ আল্লাহর নাম নিয়ে মোনাজাত করে। পরম করুণাময়ের কাছে ক্ষমা চায়। কিন্তু খালেদা জিয়া প্রতিদিন ইফতারে গলা ফাটিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এমনকি শেখ হাসিনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। মূলত হতাশা থেকেই তিনি এমন আচারণ করছেন।’
গতকাল শনিবার রাজধানীর উত্তরায় বৌদ্ধমন্দিরের পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার প্রসঙ্গে যৌথবাহিনীর প্রশংসা করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘উত্তরায় যে অস্ত্র পাওয়া গেছে তা যৌথবাহিনীর অভিযানের ফসল। দুষ্কৃতিকারীরা উপলব্ধি করেছে তাদের পথ সঠিক নয়। তাই তারা অস্ত্র ফেলে রেখে গেছে। আশা করি আইন-শৃঙ্খলা বাহিনী অতি শিগগিরই দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবে।’
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও কার্যনির্বাহী সদস্য আবদুর রহমান প্রমুখ।